ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মীয় ও সেবামূলক সংগঠন সীবলী সংসদ চট্টগ্রামের উদ্যোগে সম্প্রতি করোনা ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে সংগঠনের যেসব শুভানুধ্যায়ী ও হিতৈষী পরলোকগত হয়েছেন তাদের স্মরণানুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত শনিবার নন্দকাননস্থ চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ত্রয়োদশ সংঘরাজ শাসন-শোভান ড. জ্ঞানশ্রী মহাস্থবির। ভদন্ত প্রিয়রত্ন মহাস্থবিরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়া ও সহ-সভাপতি বিপ্লব বড়ুয়া। ধর্মালোচনা করেন ভদন্ত ফাগুনরক্ষিত ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন সংগঠেনের সিনিয়র সহসভাপতি রনেশ চৌধুরী নন্তু। এসময় উপস্থিত ছিলেন ইমন বড়ুয়া, দোলন বড়ুয়া, অপরুপ বড়ুয়া, রাকেশ চৌধুরী, শান্তনু বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।