সীবলী সংসদের আলোচনা সভা

| শনিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

সীবলী সংসদ, চট্টগ্রামের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তারা বলেছেন, ভাষা শহীদদের আত্মদান বাঙালি জাতির জন্য একটি অবিস্মরণীয় অর্জন। গত ২১ ফেব্রুয়ারি সমস্ত বাঙালির অহংকার ও গৌরবের দিন। তাদের আত্মত্যাগের কথা বাঙালি জাতি কখনো ভুলবে না। গত ২১ ফেব্রুয়ারি নগরীর ডিসি হিল ও বৌদ্ধ মন্দিরের সম্মুখে চৌরাস্তার মোড়ের উন্মুক্ত মঞ্চে একুশের আলোচনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. অসীম কুমার বড়ুয়া। উদ্বোধক ছিলেন লায়ন টিংকু বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান ডা. অমরেশ বড়ুয়া চৌধুরী, বিবেকানন্দ বড়ুয়া কাঞ্চন, শিশু সাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, সঞ্চিতা বড়ুয়া। বিকাশ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, বিপ্লব বড়ুয়া, সুদীপ বড়ুয়া, তাপস বড়ুয়া, রণেশ চৌধুরী নন্তু। শুভেচ্ছা বক্তব্য দেনতাপস বড়ুয়া, প্রসেনজিৎ বড়ুয়া। শুরুতে জয় সংগীত ও সংগঠনের শিল্পীদের দলীয় পরিবেশনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাজী ইউনুচ স্মৃতি সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধফরহাদাবাদ সেফ হোমে পুরস্কার বিতরণ