বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডা. এম এ সামাদ গতকাল রোববার এক বিবৃতিতে সীতাকুন্ডে সীমা অঙিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও ৬ নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং অবহেলায় দায়ীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। তিনি বলেন, সীতাকুন্ডে সীমা
অক্সিজেন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৬ নিহত ও ২৫ জন আহতের ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং নিহতদের ক্ষতিপূরন ও আহতদের চিকিৎসা ও পুনর্বাসন করতে হবে। একই সাথে প্রতিটি কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ভবিষ্যৎ যেন এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। তিনি
অবিলম্বে সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে অবহেলায় দায়িদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি এবং নিহতদের ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।