সীতাকুণ্ডের সাবেক এমপিসহ ২৭৪ জনের বিরুদ্ধে মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১১:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ছাত্রদের উপর হামলা, চাঁদাবাজি, সভামিছিল বন্ধ করা, নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগ এনে সীতাকুণ্ডের সাবেক এমপিসহ ২৭৪ জনের বিরুদ্ধে আদালতে ফৌজদারী অভিযোগ দায়ের হয়েছে। তারমধ্যে ৭৪ জনের নাম উল্লেখ করে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত সোমবার বিকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলামের আদালতে সীতাকুণ্ড পৌর এলাকার বাসিন্দা আজিজুল হাকিম সায়াত (২৩)। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামকে তদন্তের নির্দেশ দেন। বাদীর আইনজীবী এম এ কাশেম বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় এস এম আল মামুন (৫৮), মো. শাহজাহান (৫৩), বদিউল আলম জসিম (৪৫), দিদারুল আলম এ্যাপোলো (৪২), শাহাব উদ্দিন (৩৩), সুজিত দাশ প্রকাশ কালুস (৪১), সৈয়দ তাইমুর তানসীর (৪১), সফিউল আলম মুরাদ (৪২), মিনহাজ (২৬), হাছান চৌধুরী (৪২), ফজলে ইলাহী পায়েল, জাহেদ হোসেন ফারুক (৪০), ছালাউদ্দিন (৪০), ছালাউদ্দিন প্রকাশ কানকাটা ছালাউদ্দিন (৩৫) সহ ৭৪ জনকে নামীয় আসামি করা হয়েছে। তাছাড়া ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের মিছিলে পথরোধ করে আসামিরা। পাশাপাশি অকথ্য ভাষায় গালিগালাজ সহ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগকারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাবেক এমপি এস এম আল মামুনের নির্দেশে আসামিরা শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

পূর্ববর্তী নিবন্ধআকমল আলী রোডে ভাড়া বাসায় মিলল ১২ রামদা-হাঁশুয়া
পরবর্তী নিবন্ধআইআইইউসির কুরআনিক সাইন্সেস ক্লাবের পুরস্কার প্রদান অনুষ্ঠান