সীতাকুণ্ডের পৌরসদরের বাইপাস সড়কে লরির ধাক্কায় ২ কিশোর নিহত

আজাদী অনলাইন | রবিবার , ১০ অক্টোবর, ২০২১ at ১:৩৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে লরির ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মিন্টু নামের একজন গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় পৌরসদরের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ মেহেদীনগর গ্রামের মো. আলমগীরের ছেলে মেহেদী হাসান জনি (১৩) ও বাগেরহাট জেলার চিতলমারী থানাধীন বড়গুলি গ্রামের মো. মিন্টুর ছেলে মো. সায়েম (১০)।

কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আমীর ফারুক বলেন, সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড বাইপাস সড়ক এলাকায় ঢাকামুখী দাঁড়িয়ে থাকা একটি পিকআপকে লরি পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনে থাকা ৩ পথচারী চাপা পড়ে। এদের মধ্যে জনি ও সায়েম নামে দুই কিশোর নিহত হয় এবং সায়েমের বাবা মিন্টু গুরুতর আহত হন।-বাংলানিউজ

তিনি আরও বলেন, আহত মিন্টুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরিটি আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের পরমাণু বোমার জনক ড. আবদুল কাদির আর নেই
পরবর্তী নিবন্ধবালিশের ভিতর ৫ কোটি টাকার আইস, গ্রেপ্তার ১