সীতাকুণ্ডে ৭০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৯:০৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে উপকূলিয় এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। অভিযান পরবর্তীতে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাট এলাকায় উপজেলা মৎস্য দপ্তর ও কোস্ট গার্ড যৌথ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী ও কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম খালেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিষিদ্ধ জাল অপসারণে সীতাকুণ্ডের সন্দ্বীপ চ্যানেলের কুমিরাঘাট এলাকায় বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়। অভিযানকালে মৎস্য ধ্বংসকারী ৭০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবডি ম্যাসাজের আড়ালে চুরি, কক্সবাজার সৈকতে ৩৮ শিশু-কিশোর আটক
পরবর্তী নিবন্ধজীবাশ্ম জ্বালানি বন্ধে সাইদুরের সাইকেল ভ্রমণ