সীতাকুণ্ডে অভিযান চালিয়ে সাতটি তক্ষক উদ্ধার এবং পাচারের অভিযোগে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার গভীর রাতে উপজেলার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বড় কুমিরা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তারা গ্রেপ্তার হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর জেলার সদর থানার কদমতলা দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মো. নীলচাঁন শেখ ওরফে রাব্বি (২৬), একই এলাকার মো. আলী আকবর শেখ (৩০), ইমাম শেখ (২২), চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আবিদরপাড়া এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম (৪৭) ও লক্ষ্মীপুর জেলার সদর থানার শরীফপুর এলাকার বাসিন্দা মো. মুক্তার হোসেন (৪৫)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তক্ষক পাচারের খবর পেয়ে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে ঢাকামুখী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিলুপ্তপ্রায় সাতটি তক্ষক উদ্ধারসহ পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা তক্ষকগুলো পরে চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ওসি আরও জানান, অভিযানে গ্রেপ্তার পাঁচ পাচারকারী তক্ষকগুলো বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন বলে জানান। তাদের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাইদ জানান, গ্রেপ্তার পাঁচ পাচারকারীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।