সীতাকুণ্ডে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রনোদনা কৃষি সামগ্রী বিতরণ ও জাতীয় ইঁদুর দমন অভিযান উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত প্রনোদনা বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লাহর সভাপতিত্বে ও উপ–সহকারী কর্মকর্তা পিপাস কান্তি চৌধুরীর সঞ্চালনায় প্রনোদনা বিশেষ অতিথি ছিলেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. কমল কদর, জামায়াত নেতা মো. শহীদুল ইসলাম প্রমুখ।
এদিকে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর, বারৈয়াঢালা, পৌরসভা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়াসহ ৫টি ইউনিয়নে পূনর্বাসন কর্মসূচির বাস্তবায়নের শর্তাবলী অনুযায়ী ৬শ কৃষকদের মাঝে প্রতি কৃষককে ৮ ধরণের শীতকালীন বিভিন্ন প্রজাতির বীজ বিনামূল্যে বিতরণ শুরু হয়েছে।
এছাড়া প্রতিটি কৃষককে মোবাইল ব্যাকিং/ব্যাংক এর মাধ্যমে ১ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। এই প্রনোদনা বিতরণ অব্যাহত থাকবে।