সীতাকুণ্ডে ৫ চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত (নারী) পদে মোট ৪১৩ জন প্রার্থী প্রতিন্দ্বন্দ্বিতা করছেন। গতকাল মঙ্গলবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪ জন এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত (নারী) পদে ১৫ জনসহ মোট ১৯ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। এছাড়া চেয়ারম্যান পদে ৫ জন এবং সাধারণ সদস্য পদে ১০ জন একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, শেষ দিনে চেয়ারম্যান পদে বারৈয়াঢালায় শম্ভু শর্মা (স্বতন্ত্র), ভাটিয়ারীতে মোক্তার হোসেন (স্বতন্ত্র), সোনাইছড়িতে গোলাম মহিউদ্দিন (বিদ্রোহী আ. লীগ), মো. নিজাম উদ্দিন (স্বতন্ত্র) প্রর্থীতা প্রত্যাহার করে নেন। ৫টি ইউনিয়নে অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচিতরা হলেন সৈয়দপুর ইউনিয়নে তাজুল ইসলাম নিজামী (আ. লীগ), মুরাদপুরে এস এম রেজাউল করিম বাহার (আ. লীগ), কুমিরায় মোরশেদ হোসেন চৌধুরী (আ. লীগ), সোনাইছড়িতে মনির আহমদ (আ. লীগ), ভাটিয়ারীতে নাজীম উদ্দিন (আ. লীগ)।
অন্যদিকে সাধারণ সদস্য ও সংরক্ষিত (নারী) সদস্য পদে ১ নং সৈয়দপুর ইউনিয়নে সংরক্ষিত নারী পদে ১, ২ ও ৩ আসনে খালেদা আক্তার শিপু, সাইফুল ইসলাম নিজামী, ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের সংরক্ষিত (নারী) ১, ২ ও ৩ আসনে জোসনা আরা বেগম, নারগিছ বিনতে ইসলাম, সাধারণ সদস্য ৭ নং ওয়ার্ডে রফিউজ্জামান, ভাটিয়ারী ৭ নং ওয়ার্ডে সাধারণ পদে মাঈন উদ্দিন এবং ৪ নং মুরাদপুর ইউনিয়নে সংরক্ষিত (নারী) ৭, ৮ ও ৯ আসনে রিজিয়া সুলতানা, কুমিরা ইউনিয়নে সংরক্ষিত নারী পদে ১, ২ ও ৩ আসনে মনোয়ারা বেগম এবং ৭, ৮ ও ৯ আসনে ফাতেমা আক্তার, ৮ নং ওসানাইছড়ি সাধারণ সদস্য পদে বাবলু মিয়া একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ১৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, অটল ৮ বিদ্রোহী
পরবর্তী নিবন্ধচকরিয়া-পেকুয়ায় ৮ পুরনো ৮ নতুন