সীতাকুণ্ডে ৪২ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

শুল্ক ফাঁকি দিয়ে আমদানি

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ ডিসেম্বর, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানিকালে অভিযান চালিয়ে ৪২ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চোরাই পণ্য আমদানিতে ব্যবহৃত কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়। গত শুক্রবার রাতে উপজেলার ফৌজদারহাটবায়োজিদ লিংক রোডে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা সম্ভব হলেও কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে গতকাল শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মো. গোলাম

রাসেল পারভেজ বাদি হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একদল চোরাকারবারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আমদানি করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জেলা গোয়েন্দা পুলিশ। তারা বিষয়টির সত্যতা যাচাইয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাটবায়োজিদ লিংক রোড সড়কে অবস্থান নেওয়ার পাশাপাশি সোর্সের মাধ্যমে কাভার্ডভ্যানটি ঘটনাস্থলে নিয়ে আসেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি সড়কের পাশে কাভার্ডভ্যানটি রেখে চালক ও সাথে থাকা দুই চোরাইকারবারি পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ২৮টি কাপড়ের বড় ব্যাগ থেকে ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় শাড়ি উদ্ধারের পর জেলা গোয়েন্দা পুলিশ তা শনিবার সকালে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় চালকসহ অজ্ঞাতনামা দুই চোরাকারবারিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত কাজ চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যক্ষ করের ওপর বেশি গুরুত্ব দিতে হবে
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, নিহত ২