সীতাকুণ্ডে ৩ রোহিঙ্গা আটক

আজাদী অনলাইন | শনিবার , ২৪ জুলাই, ২০২১ at ২:০৯ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ৩ রোহিঙ্গাকে আটক করেছে স্থানীয়রা। আটককৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় পৌরসদরের আলীয়া মাদ্রাসার সামনে থেকে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাংলানিউজ

আটককৃতরা হলো টেকনাফের হ্নীলা ক্যাম্পের বদি আলমের পুত্র জোবায়ের (২৫), আবুল কালামের স্ত্রী সানজিদা (৩০) ও তার মেয়ে ইয়াসমিন (১২)।

থানা সূত্র জানায়, হ্নীলার লেদা ক্যাম্পের তিন রোহিঙ্গা ঢাকা গিয়ে সেখান থেকে টেকনাফ যাচ্ছিল। একের পর এক গাড়ি পাল্টে সীতাকুণ্ড সদরে এসে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চট্টগ্রামে যাওয়ার পথে কথাবার্তা সন্দেহজনক হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) টিবলু কুমার মজুমদার বলেন, “স্থানীয় লোকজন তিনজন রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত
পরবর্তী নিবন্ধজাপানের আড়াই লাখ টিকা ঢাকায়