সীতাকুণ্ডে ২৫ কিমি যানজট, দুর্ভোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে গতকাল সোমবার তীব্র যানজটের সৃষ্টি হয়। সীতাকুণ্ড পৌরসদর থেকে ভাটিয়ারী পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। গতকাল সকাল ১০টা থেকে এ যানজটের কবলে পড়ে দূরপাল্লার শত শত যানবাহন। চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা যানবাহন কচ্ছপ গতিতে কিছু দূর গিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়ে। এছাড়া যানজটে বেশ কিছু রোগীবাহী এম্বুলেন্স আটকা পড়ে থাকতে দেখা যায়। প্রায় বিকেল ৩টার দিকে যানজটমুক্ত হলেও মন্থর গতিতে গাড়ি চলছিল। যানজটে আটকে থাকা আবুল ফজল নামে এক যাত্রী বলেন, বিশ্বের আর কোন দেশে এমন হয় কিনা জানা নেই, মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে সড়কের কাজ করতে।

এক মহিলা যাত্রী বলেন, দুপুর সাড়ে ১২টায় সীতাকুণ্ড থেকে গাড়িতে উঠেছি কুমিরা পৌঁছাতে তিন ঘণ্টা সময় লেগেছে। শহরে যেতে কত ঘণ্টা লাগে আল্লাহ জানেন। আরেক নারী যাত্রী বলেন, একদিকে প্রচন্ড গরম অপরদিকে তীব্র যানজট। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে বাসে চরম দুর্ভোগে আছি। সড়ক বন্ধ রেখে হাজার হাজার মানুষকে কষ্ট দেওয়ার মানে কি? সাধারণ মানুষের এ দুর্ভোগ দেখার কেউ নাই।

যানজটের কবলে আটকা পড়া সীতাকুণ্ড পৌরসদর এলাকার বাসিন্দা শাখাওয়াত হোসেন জানান, তিনি বেলা ১১টার দিকে চট্টগ্রাম যেতে সীতাকুণ্ড পৌরসদর বাস স্টেশন থেকে উত্তরা পরিবহন বাসে ওঠেন। বাসটি বাঁশবাড়িয়া বাজার গিয়ে যানজটের কবলে আটকা পড়ে। সেখান থেকে ধীর গতিতে যেতে যেতে প্রায় দেড় ঘণ্টারও অধিক সময় পর তিনি কুমিরা বাজার অতিক্রম করেন। তবে জোরামতল এলাকায় যাওয়ার পর আবারও যানজটের কবলে পড়েন। দীর্ঘ তিন ঘণ্টারও অধিক সময় ধরে যানজটে আটকা থাকায় তীব্র গরমে চরম দুর্ভোগে পড়েছেন তিনি।

যানজটের বিষয়ে জানতে চাইলে যানজট নিরসনের দায়িত্বে থাকা বারআউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, সড়ক ও জনপথ বিভাগ মহাসড়কের কুমিরা এলাকার সংস্কার কাজ চলছে। তবে সংস্কার কাজের জন্য আগে থেকে ঘোষণা দেওয়া হয়েছিল। তবুও তীব্র যানজট সৃষ্টি হয়। মহাসড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করেছে।

বিকাল ২টার দিকে যানজট নিয়ন্ত্রণে আসলেও গাড়ি চলাচল করেছেন ধীরগতিতে।

পূর্ববর্তী নিবন্ধরাতভর মর্টার শেল ও বোমার বিস্ফোরণ
পরবর্তী নিবন্ধবসুন্ধরা পরিবারের ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা