সীতাকুণ্ডে ১ লাখ মিটারের চরঘেরা জাল ধংস

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৮:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেলের সীতাকুণ্ড কুমিরা ঘাটঘর উপকূলে কম্বিং অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী ১ লক্ষ মিটারের চরঘেরা জাল, বেহুন্দি জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল এবং অন্যান্য নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম. রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর এবং কুমিরা কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ঘাটঘর এলাকার উপকূলে এ বিশেষ
অভিযান পরিচালনা করা হয়।

জব্দকৃত জাল সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম খালেদ।

পূর্ববর্তী নিবন্ধভারতে পৌষ মেলায় গিয়ে রাঙামাটির ১০ যুবক বিএসএফের হাতে আটক
পরবর্তী নিবন্ধনির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু, রেটিনা, উন্মেষে অভিযান