সীতাকুণ্ডে ভাড়া বাসা থেকে মো. ইকবাল হাসান শীলা (৩৯) নামের এক হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার পৌরসদরের গোডাউন রোডের ভাড়া বাসা থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, নিহত হিজড়া জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ইউনিয়নের বাগআচড়া এলাকার তোতা মিয়ার ছেলে। হিজড়া সর্দার মেহেদী হাসান মুন্না জানান, রাতের খাবার শেষে সে ও তার সাগরিত হিজড়ারা সবাই ঘুমিয়ে পড়েন। ভোররাতে তার সাগরিত শিপন প্রকাশ হিরা হিজরা বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে ঘরের আড়ার সাথে হিজড়া ইকবাল হাসানের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এসময় সে বিষয়টি আমাকে ও অপরাপর হিজড়াদের জানান। পরবর্তীতে আমরা বিষয়টি থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তার মৃত্যুতে আমি ও আমার সাগরিত হিজড়াদের কোন অভিযোগ নেই জানিয়ে আমরা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছি। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, হিজড়ার মরদেহ উদ্ধারের ঘটনায় হিজড়া সর্দার মুন্না বাদি হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।