সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আজাদী অনলাইন | শুক্রবার , ২১ জানুয়ারি, ২০২২ at ৬:২৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম রাইসুল হাসান(২৬) বলে জানা গেছে।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের জালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) জহিরুল ইমলাম বলেন, “চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা বড় প্রাইম মুভারের সঙ্গে পতেঙ্গামুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির চাকায় পৃষ্ট হয়ে রাইসুল হাসানের মৃত্যু হয়।”

মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধস্কুল-কলেজ বন্ধ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত
পরবর্তী নিবন্ধমুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন বন্ধে মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন