সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের পাঁচ যাত্রী। আজ বুধবার সকাল সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইক্রোবাস চালকের নাম নুরুল আবছার (২৮)। আহত যাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। পুলিশ নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন জাহাঙ্গীর বলেন, সকাল সোয়া ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোড়ামরা এলাকায় দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। চালক ওই সময় ঘুমের ঘোরে গাড়িটি চালাচ্ছিলেন। মাইক্রোবাসে সাত থেকে আটজন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।