সীতাকুণ্ডে স্পোর্টস ফেস্টিভ্যাল ফুটবল টুর্নামেন্ট শুরু

| শনিবার , ২ নভেম্বর, ২০২৪ at ৯:৪৩ পূর্বাহ্ণ

সীতাকুন্ডে বার আউলিয়া হাফিজ জুট মিলস লিঃ সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদ এর আয়োাজনে স্পোর্টস ফেস্টিভ্যালের ফুটবল টুর্নামেন্ট গতকাল শুক্রবার বিকাল ৩ টায় বার আউলিয়া হাফিজ জুট মিলস লিঃ ফুটবল মাঠে উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব ইফতেখার আহম্মদ জুয়েলের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যথাক্রমে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মো. ফোরকান আবু, সন্দ্বীপ উপজেলা প্রাণীসম্পদ অফিসার মো. আলী আজম। এতে উদ্বোধক ছিলেন ব্রাক ব্যাংক চট্টগ্রাম রিজিয়ন সাউথ জোন ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এর ব্রাঞ্চ ম্যানেজার আনিসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মো. সরওয়ার উদ্দিন, সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি আলহাজ্ব মো. দিদারুল আলম, সাধারণ সম্পাদক মো. আলমগীর তালুকদার, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, কফিল উদ্দিন সহ সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকশিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

ফুটবল ফেস্টিভ্যালে সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের বিভিন্ন ব্যাচের ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ব্যচ ২০১৯ বি, ব্যাচ ২০২৩ দলকে ২১ গোলে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ব্যাচ ২০১৯ বি এর অধিনায়ক অমি। তার হাতে পুরস্কার তুলে দেন মো. সরওয়ার উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধ২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনো ভাবছেন না মেসি
পরবর্তী নিবন্ধমুম্বাই টেস্টের প্রথম দিনে ১৪ উইকেটের পতন