সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের বানুরবাজার এলাকা থেকে স্ক্র্যাপ লোহা ছিনতাই ও চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় জব্দ করা হয় ছিনতাই করা ৩৩০ কেজি স্ক্র্যাপ লোহা। গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগর গ্রামের আবু জাহের (২৮) ও একই এলাকার দক্ষিণ ভাটিয়ারী এলাকার মো. সাগর (২০)। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির স্ক্র্যাপ লোহার গাড়ি থেকে স্ক্র্যাপ ছিনতাই করত তাদের সিন্ডিকেট। বন্দরসড়ক, ফৌজদারট, ভাটিয়ারী ও সোনাইছড়ি এলাকায় এই সিন্ডিকেটের ৪৫ সদস্যের অধিক সদস্য রয়েছে বলে জানিয়েছে আটককৃত ছিনতাইকারীরা।
সীতাকুণ্ড মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বৃহস্পতিবার সকালের দিকে চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা আবুল খায়ের গ্রুপের স্ক্র্যাপ লোহাবাহী একটি লরি বানুরবাজার এলাকায় পৌঁছায়। এ সময় ছিনতাই চক্রের সদস্যরা কৌশলে লরিতে উঠে কিছু লোহা নামিয়ে নিয়ে যায়। খবর পেয়ে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে এসে ৩৩০ কেজি লোহাসহ দুজনকে গ্রেপ্তার করে। এ সময় চক্রটির আরও ৭ সদস্য পালিয়ে যায়। এই ঘটনায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই পার্থসারথি হাওলাদার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।