সীতাকুণ্ডে সাপের কামড়ে হুমাইয়া জান্নাত ইরা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শিশু ইরা উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার শাহ আলমের কন্যা।
স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির জানান, শনিবার দুপুরে ঘরের সিঁড়িতে বসে খেলার সময় ইরার হাত থেকে বলটি পড়ে গিয়ে সিঁড়ির নিচে চলে যায়। এসময় শিশুটি সিঁড়ির নিচ থেকে বলটি কুড়িয়ে আনতে গিয়ে সাপের কামড় খায়। এসময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে সাপটি তার সামনে দিয়ে ঘর থেকে পালিয়ে যায়। ইউপি সদস্য জহরুলল ইসলাম জহির আরও বলেন, সাপে কামড়ানোর পরও পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়নি। ঘটনার ঘণ্টা দেড়েক পর তীব্র যন্ত্রণায় শিশুটি ছটফট শুরু করলে তারা তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসেন। কিন্তু শিশুটির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে চমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে আনার পর এন্টিভেনাম ইনজেকশন দেওয়ার আগেই তার অভিভাবকরা তাকে হাসপাতাল থেকে চমেক নিয়ে যায়। যার ফলে চমেক হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু হয়।