সীতাকুণ্ডে সাগর উপকূলে ভেসে এলো রোহিঙ্গা নারীর মরদেহ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে মাকসুদা খাতুন (৫৩) নামে এক রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গুলিয়াখালী বিচ সংলগ্ন সাগর উপকূল থেকে লাশটি উদ্ধার করা হয়। কুমিরা নৌপুলিশের ইনচার্জ নাছির উদ্দীন জানান, গত ৮ আগস্ট কুতুবদিয়া থেকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় একটি স্পিডবোট সাগরে ডুবে যায়।

সেসময় মাকসুদা খাতুন নামে এক নারী নিখোঁজ হন। শুক্রবার বিকেলে সাগর উপকূলে জোয়ারের পানিতে মৃতদেহটি ভেসে আসলে আমরা খবর পেয়ে গাউছিয়া কমিটির সহায়তায় মৃতদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আনি। তিনি আরো বলেন, লাশ পাওয়ার খবর পেয়ে তার আত্মীয়স্বজনরা এসে লাশটি মাকসুদা খাতুনের বলে চিহ্নিত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে রোপা আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় কৃষক
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত