সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ড এস এন করপোরেশনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আহমেদ উল্লাহ (৩৮) নামে এক শ্রমিক মারা গেছেন।
আজ রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও সাতজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইকেলিং অ্যাসোসিয়েশনের সদস্য সচিব নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দগ্ধ হওয়া ১২ জনের মধ্যে ৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পর একজন মারা গেছেন।
বর্তমানে সেখানে যে সাতজন চিকিৎসাধীন অবস্থায় আছেন তাদের অবস্থা আশঙ্কাজনক। বাকি চারজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
তিনি বলেন, শিপইয়ার্ড এস এন করপোরেশনের দুর্ঘটনার পর শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে ইয়ার্ডের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত গত শনিবার (৭ সেপ্টেম্বর) সীতাকুণ্ডের সোনাইছড়ি শিপইয়ার্ডে এসএন করপোরেশন নামে কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক।