সীতাকুণ্ডে শতবর্ষীয় পুকুর ভরাটে পরিবেশের মামলা দায়েরের আদেশ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ জানুয়ারি, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়িতে শতবর্ষীয় পুকুর ভরাটের অভিযোগে মামলা দায়েরের আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে শুনানি শেষে পুকুর ভরাটে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের আদেশ দেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিল্লোল বিশ্বাস। এর আগে পুকুর ভরাট বন্ধে নিতাই চন্দ্র নাথ,স্বপন কুমার নাথ, পরিমল কৃষ্ণ নাথ, শ্যামল বরণ নাথ ও স্বপন চন্দ্র ভৌমিক চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে তাঁরা জানান, মো.মুসা ও মুন্না চৌধুরী নামে দু’জন প্রভাবশালী ব্যক্তি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ শীতলপুর তেতুলপুর নাথপাড়ায় স্থানীয় জনসাধারণের ব্যবহারের শতবর্ষীয় পুকুরটি ভরাট কাজ শুরু করেন। তাদের পুকুর ভরাটে বেশ কয়েববার বাধা দিলেও তাঁরা তা উপেক্ষা করেন।

চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) হিল্লোল বিশ্বাস বলেন, পুকুর ভরাটের অভিযোগ পাওয়ার পর বুধবার পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে শুনানি হয়। শুনানি শেষে পুকুর ভরাটের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডলুর চর কেটে মাটি বিক্রি
পরবর্তী নিবন্ধমমতার মৎস্য ও প্রাণিসম্পদ উপকরণ বিতরণ