সীতাকুণ্ডে রাস্তা পার হতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। তার নাম মো. শাহাদাত হোসেন লিটন (৩০) বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেলে সীতাকুণ্ড থানার কুমিরা এলাকার সুলতানা মঞ্জিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাংলানিউজ
নিহত শাহাদাত হোসেন লিটন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের আবদুল রাজ্জাকের ছেলে। তিনি জিপিএইচ ইস্পাত কোম্পানিতে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, “রাস্তা পারাপারের সময় পিছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন লিটন। এ অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”











