সীতাকুণ্ডে রাষ্ট্রায়ত্ত দুটি পাটকলের ইজারা বাতিল হচ্ছে

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ নভেম্বর, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

বেসরকারি খাতে থাকা বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) তিনটি পাটকলের ইজারা বাতিল হচ্ছে। এর মধ্যে সীতাকুণ্ডের এম এম জুট মিলস্‌ ও একই এলাকার আর আর জুট মিলস রয়েছে।

রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় ইজারা নেওয়া প্রতিষ্ঠানগুলো এসব পাটকল চালাতে অপারগতা প্রকাশ করেছে। দুটি প্রতিষ্ঠানই নিজেরা চুক্তি বাতিল চেয়ে আবেদন করেছে বলে জানিয়েছে বিজেএমসি।

জানা যায়, ২৫টি পাটকল ২০২০ সালের ১ জুলাই বন্ধ করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। পরে ১৩টি পাটকল বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা দিয়ে চালুর পরিকল্পনা নেওয়া হয়। ২০২২ সালে সীতাকুণ্ডের এম এম জুট মিলস ঢাকার স্টিল মাকর্স বিল্ডিং লিমিটেড এবং আর আর জুট মিলস নারায়ণগঞ্জের বেস্ট স্টাফ জুট মিল ইজারা নিয়েছিল। সীতাকুণ্ডের এ দুটি পাটকল ছাড়াও গুল আহমদ জুট মিলস্‌ ও গালফ্রা হাবিব লিমিটেড রয়েছে। বিজেএমসি জানায়, গত ৫ আগস্টের পরে আর আর জুট মিলের চুক্তি বাতিল করেছে ইজারা নেওয়া বেসরকারি প্রতিষ্ঠানটি। এছাড়া এম এম জুট মিলের চুক্তি বাতিলের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

বিজেএমসির মুখ্য পরিচালন কর্মকর্তা নাসিমুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে এসব পাটকল আর চালাতে চায় না লিজ নেওয়া ওইসব প্রতিষ্ঠান। সেটা বাতিল করছে, সে সুযোগ তাদের আছে।

তবে ইজারা বাতিলের বিষয়ে এমএম জুট মিলের ব্যবস্থাপক এস এম রাশেদুল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোনো বক্তব্য দেননি।

পূর্ববর্তী নিবন্ধআজিম-হাকিম স্কুলে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ
পরবর্তী নিবন্ধশুধু বিসিএস পরীক্ষার পিছনে না ছুটে উদ্যোক্তা হোন : চবি উপাচার্য