সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস- সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৪৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসসিএনজি মুখোমুখি সংঘর্ষে মো.আব্দুল আলিম ভূঁইয়া (৫০) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে ফরহাদ, ইউনুস মুন্সী ও সেলিম নামে তিন আরোহী। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের স্বাস্থ্য কমপ্লেক্স গেট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সীতাকুণ্ডের উত্তর বাঁশবাড়িয়া এলাকার মো.নুরুল আমিনের পুত্র।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখি সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাস ও উল্টো পথে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাস চাপায় পিষ্ট হয়ে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুছড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা তিন আরোহী গুরুতর আহত হয়। দুর্ঘটনা পরবর্তীতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে প্রেরণ করা হয়। কিন্তু আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চমেক হাসপাতালে জরুরি বিভাগে নেয়ার পর আহত আব্দুল আলিম ভূঁইয়াকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি শাহাদাত হোসেন আরো জানান, তাঁরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিঙাটি সরিয়ে ফাঁড়িতে এনে রেখেছেন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি তাঁরা আটক করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরও ১০০ জন হাসপাতালে ভর্তি