সীতাকুণ্ডে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর মাতৃভাষার অধিকার ও মানবাধিকার বিষয়ক তিনদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। গত মঙ্গলবার রেডিও সাগর গিরি ও বাংলাদেশ কমিউনিটি রেডিও আ্যসোসিয়েশনের উদ্যোগে ইপসা মানব সম্পদ কেন্দ্রে হিউম্যান রাইটস্ অ্যান্ড জাস্টিস প্রোগ্রাম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আয়োজিত কর্মশালাটি উদ্বোধন করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। তিনি কর্মশালায় রেডিও অনুষ্ঠান তৈরি ও সমপ্রচার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করেন।
এছাড়া বিভিন্ন পর্বে প্রশিক্ষক হিসেবে ছিলেন রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সঞ্জয় চৌধুরী, প্রোগ্রাম প্রডিউসার মোহছেনা মিনা ও প্রডিউসার তোফায়লুর রহমান। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন ইপসা ও রেডিও সাগর গিরির এরিয়া ম্যানেজার দিদারুল ইসলাম। কর্মশালায় ত্রিপুরা সমপ্রদায়, জেলে ও হিজরা সমপ্রদায়ের ১২ জন প্রতিনিধি অংশ নেন।