সীতাকুণ্ডে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সভা

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশের প্রধান প্রজনন মৌসুম আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার কুমিরা ইউনিয়ন পরিষদে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন কুমিরা কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোস্তফা আহমেদ, কুমিরা নৌপুলিশ ফাঁড়ি এএসআই মো. আবদুল আলীম, কুমিরা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা শোভন কান্তি ভৌমিক, কুমিরা ইউনিয়ন পরিষদ সভাপতি মো. ইদ্রিস মিয়া, মো. এজহার মিয়া, ধ্রুব দাশ, মো. শফি মেম্বার, হরিলাল দাশ। প্রধান অতিথি বলেন, ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ,পরিবহন, ক্রয়বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। প্রজননকালে ইলিশ ধরা থেকে বিরত থাকলে মাছগুলো নিরাপদে ডিম ছাড়তে পারে। ইলিশের প্রাকৃতিক উৎপাদন বাড়াতে সাহায্য করে এবং ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জেলেদের অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি ইলিশ ধরা থেকে বিরত থাকার জন্য জেলেদের সচেতন করেন।

পূর্ববর্তী নিবন্ধহযরত শাহজাহান শাহ (র.)-এর খোশরোজ শরিফে সেমিনার
পরবর্তী নিবন্ধবৈষম্যমুক্ত শিক্ষা কার্যক্রম চান আত্তীকৃত শিক্ষকরা