ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাড়ি চালক ৫ জনকে জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, উপজেলার কুমিরা এলাকায় যত্রতত্র ভাবে যানবাহন সড়কের উপর দাড়িয়ে থাকে। ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। সে হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করি। তার পাশাপাশি সড়কে এসব গাড়ি দাড়িয়ে থেকে বিশৃঙ্খলা করায় এমন কয়েক জনকে সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত রেখে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। অভিযানে সহযোগিতা করেন বারআউলিয়া হাইওয়ে পুলিশ সদস্যরা। জরিমানার শিকার গাড়ি চালকরা হলেন মো. রাব্বি হাওলাদার ১৫০০ টাকা, মো. জহিরকে ১৫০০ টাকা, মো. রায়হানকে ৬ হাজার টাকা, নুরুল ইসলামকে ২ হাজার টাকা, মো. শরীফকে ১৫০০ টাকা জরিমানা করা হয়।