সীতাকুণ্ডে ভোরের আগুনে নিঃস্ব ৪ পরিবার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:২০ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর ও সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৪ নং ওয়ার্ডের পূর্ব বাকখালী গ্রামের শেখের হাট এলাকার আব্দুল আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আকস্মিকভাবে আব্দুল আলীর বাড়ির একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে। এতে মো. দেলোয়ার, মো. আনোয়ার, নূর আলম ও রবি সওদাগরের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে ঘরে থাকা ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ প্রায় ৬ লাখ টাকা, মোবাইল ফোন এবং আসবাবপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে যায়। ভুক্তভোগীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিসের আসা উচিত ছিল পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, খবর পেয়ে তারা রওনা দিলেও মাঝপথ থেকে তাদের ফিরে যেতে বলা হয়েছিল।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম লিডার মচিন্দ্র ত্রিপুরা বলেন, ভোর আনুমানিক ৬টার দিকে মুঠোফোনে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। আমাদের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু কিছুদূর যাওয়ার পর ওই ফোন থেকেই জানানো হয় যে আগুন নিভে গেছে এবং আর যাওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা স্টেশনে ফিরে আসি।

তিনি আরও জানান, আগুনের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত সাপেক্ষেই নিশ্চিত করা সম্ভব হবে।

পূর্ববর্তী নিবন্ধমহিলা দল সীতাকুণ্ড উপজেলা শাখার মতবিনিময়
পরবর্তী নিবন্ধগহিরা এজেওয়াই এম এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কম্বল বিতরণ