সীতাকুণ্ডে ‘ভুল’ চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

পল্লী চিকিৎসক ও সাবেক স্বামী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

আধ ঘণ্টার ব্যবধানে পরপর চারটি ইনজেকশন প্রয়োগের কারণে ‘ভুল’ চিকিৎসায় সীতাকুণ্ডে নাজমা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আক্তার হোসেন (৬৫) ও ইদ্রিস চৌধুরী (৬৩) নামে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে তাদেরকে জেলহাজতে পাঠায় আদালত। গ্রেপ্তার আক্তার হোসেন ওই নারীর প্রাক্তন স্বামী ও ইদ্রিস চৌধুরী (৬৩) পল্লী চিকিৎসক বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার আক্তার হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দশদনা গ্রামে। তিনি চট্টগ্রামের আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। অপর গ্রেপ্তার ইদ্রিস চৌধুরীর বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের করুয়া গ্রামে। তিনি আগ্রাবাদ বাদামতল এলাকায় ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানায়, অসুস্থ নাজমা বেগম চিকিৎসা সেবা নিতে শনিবার সকালে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় বোনের বাড়িতে আসেন। দুপুরে তার প্রাক্তন স্বামী আক্তার হোসেন তার সঙ্গে ইদ্রিসকে নিয়ে নাজমার বোনের বাড়িতে আসেন। ইদ্রিসকে পল্লী চিকিৎসক বলে পরিচয় করিয়ে দেন। এরপর ইদ্রিস নাজমার শরীরে ইনজেকশন প্রয়োগ করেন। আধ ঘণ্টার ব্যবধানে পরপর চারটি ইনজেকশন দিলে নাজমা ছটফট করতে থাকেন এবং একটু পর সংজ্ঞাহীন হয়ে মারা যান। এ ঘটনার পর স্থানীয়রা আক্তার ও ইদ্রিসকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নাজমার বর্তমান স্বামী সাহাব উদ্দিন জানান, তার স্ত্রী গত ২ ফেব্রুয়ারি ব্রেন স্ট্রোক করেন। এতে তার শরীরের ডান পাশ অবশ হয়ে পড়ে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসাধীন ছিলেন। পরে সেবার জন্য তাকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় বোনের বাড়িতে পাঠান। চিকিৎসার নামে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি চান হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি।

মামলার তদন্ত কর্মকর্তা ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে রোববার সকালে নাজমার বর্তমান স্বামী সাহাব উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় আক্তার হোসেন ও ইদ্রিস চৌধুরী ছাড়াও আক্তার হোসেনের এক বড় ভাইকে আসামি করা হয়েছে। আটক দু’জনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

পূর্ববর্তী নিবন্ধনগরে ২৪ ঘণ্টায় আরও ২১ আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকাপ্তাই হ্রদে পানি কমছে, এক ইউনিটে উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ