সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনাকে মোদীর চিঠি

| বুধবার , ৮ জুন, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর সমবেদনা ও শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। খবর বাংলানিউজের।

শেখ হাসিনাকে দেওয়া চিঠিতে সীতাকুণ্ডের বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ভারত সরকার থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী।

ভারতের প্রধানমন্ত্রী তার সরকার ও ভারতের ভ্রাতৃপ্রতীম জনগণের পক্ষ থেকেও আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবহুতল মার্কেট নির্মাণের নীতিমালা করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ২৫ কিমি তীব্র যানজট, গরমে দুর্ভোগ