সীতাকুণ্ডে ময়মনসিংহমুখী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঘটনার আড়াই ঘণ্টা পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে লাইনচ্যুত বগির মেরামত কাজ শেষে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
ভাটিয়ারী রেল স্টেশনের দায়িত্বরত স্টেশন মাস্টার সঞ্জিত দাস বলেন, শনিবার সকাল নয়টার দিকে চট্টগ্রাম স্টেশন থেকে ১৩টি বগি নিয়ে বিজয় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের দিকে যাত্রা করে। সকাল ৯টা ৩৪ মিনিটে ভাটিয়ারী স্টেশনে ঢোকার সময় একটি বগি লাইনচ্যুত হয়। পরবর্তীতে উদ্ধারকারী ট্রেন ও একটি ইঞ্জিন এনে দুর্ঘটনাকবলিত বগিটি সরিয়ে নেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার পর ১২টি বগি নিয়ে ট্রেন ভাটিয়ারী স্টেশন থেকে পুনরায় ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসান মাহমুদ বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেন ভাটিয়ারী স্টেশন এলাকা অতিক্রমকালে হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনাকবলিত বগিটি সরিয়ে নেওয়া হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।