চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আজ শুক্রবার সকাল ৬টার দিকে সীতাকুণ্ডের তেঁতুলতলা এলাকার বিএম ডিপোর পাশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে তল্লাশি চালিয়ে হোরোইন উদ্ধার করা হয় বলে বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ জানান।
তিনি বলেন, “মেহেরপুর থেকে আসা সুপার সনি পরিবহনের বাসটি কক্সবাজারে যাচ্ছিল। ডগ স্কোয়াডের তল্লাশিতে বাসের মালামাল রাখার ক্যারিয়ারে একটি কালো ব্যাগে দুই কেজি হেরোইন পাওয়া যায়।“
জব্দ হওয়া ওই হেরোইনের আনুমানিক মূ্ল্য দুই কোটি টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তবে হোরোইন উদ্ধারের এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।