সীতাকুণ্ড উপজেলার ১১টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধান শিক্ষক ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে। এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ রয়েছে, যেসব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে, তাদের অনেকেরই প্রধান শিক্ষক হওয়ার যোগ্যতা নেই। এতে সঠিক নির্দেশনার অভাবে পিছিয়ে পড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, যে সব বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই সেগুলো হলো লতিফপুর আলহাজ্ব আব্দুল জলীল উচ্চ বিদ্যালয়, হযরত খাজা কালুশাহ (রা.) বালিকা বিদ্যালয়, ভাটিয়ারী হাজ্বী তোবারক আলী উচ্চ বিদ্যালয়, মোহাম্মদ আবুল কাশেম রাজা উচ্চ বিদ্যালয়, সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়, আর আর টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়, মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয়, পন্থিছিলা উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা–এ মোহাম্মদিয়া আহম্মদিয়া সুন্নিয়া ও লালানগর ইসলামী দাখিল মাদ্রাসা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, সীতাকুণ্ডে ১০টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসায় দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। একই সঙ্গে ১০টি প্রতিষ্ঠানে নেই সহকারী প্রধান শিক্ষকও। ফলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পরিবর্তে একজন জ্যেষ্ঠ শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন। ফলে বিদ্যালয়গুলো প্রাতিষ্ঠানিক প্রধানের পরিচালনার অভাবে ধুঁকছে। সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম সরকার বলেন, প্রধান শিক্ষকশূন্য উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত দিয়ে চলছে।