সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় রিকশা চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার শীতলপুর ও বানুরবাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১টার দিকে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. ইউনুস (৫০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। নিহত ইউনুসের বাড়ি ভোলা জেলার চৌমুহনী। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কদমরসুল এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে।
অন্যদিকে ট্রাক থেকে টিনের শীট কয়েল পড়ে হেলপারের মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম মো. হিরা হোসেন (২৪)। সে কিশোরগঞ্জ জেলার মোক্তার হোসেনের ছেলে। এব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত রিকশা চালক ও ট্রাকের হেলপারের লাশ আইনি প্রক্রিয়া শেষে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।