সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ ২ জনের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ মে, ২০২৫ at ৩:৩৯ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ও পৌরসভাধীন এলাকায় দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীসহ চালকের সহকারীর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের বিএম গেট ধামরাই খাল সেতুর দক্ষিণে হাসান (৪৪) নামক এক নৈশপ্রহরী সড়কের পাশে দাঁড়িয়েছিলেন।

এ সময় একটি অজ্ঞাত গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে। নিহত হাসান সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর জাফর নগর নুর আহমদ বাড়ির বাসিন্দা মৃত মোঃ কামাল উদ্দিনের ছেলে।

এর আগের দিন শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে একটি ট্রাক সীতাকুণ্ড পৌরসভাধীন স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সংলগ্ন এলাকা অতিক্রম করছিল। এ সময় একইদিক থেকে আসা অপর একটি কাভার্ডভ্যান ট্রাকের পেছনে সোজরে ধাক্কা দিলে এতে উক্ত ট্রাকের হেল্পার সৈকত (২৬) মহাসড়কে ছিটকে পড়ে যান। এতে তার নিজের ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকালে তিনি মারা যান।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমেন বলেন, এ ঘটনায় ২০১৮ সালের সড়ক আইনের নিয়মিত মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা আটক
পরবর্তী নিবন্ধনারীর লোভ দেখিয়ে সর্বস্ব হাতিয়ে নিয়ে খুন করে তারা!