সীতাকুণ্ডে পানিতে ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কিশোরীর নাম জান্নাতুল মাওয়া ইশা (১৫)। সে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের কেশবপুর এলাকার মোঃ ইউসুফের কন্যা।
সীতাকুণ্ড থানার ওসি তোফায়েল আহমেদ জানান, ইশা শারীরিক প্রতিবন্ধী। সে গত ১৯ নভেম্বর বিকালে বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে চমেকে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সে মারা যায়।
এ বিষয়ে অপমৃত্য মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।