সীতাকুণ্ডে নির্মাণাধীন ভবনের এক তলার ছাদ থেকে পড়ে মো. মহসিন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মহালংকা এলাকার জামাল হোসেনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মহসিন একই এলাকার আবুল হাশেমের পুত্র। নিহত মহসিনের সহকর্মী মিজান জানান, দুপুরে তারা দুজনে নির্মাণাধীন ভবনের একতলার ছাদে কাজ করছিলেন। কাজ করার সময় হঠাৎ অসাবধানতাবশত পা পিছলে ছাদের উপর থেকে নিচে পড়ে যায় মহসিন। তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, ভবনের ছাদ থেকে পড়ে আহত শ্রমিককে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, ভবন থেকে পড়ে নিহত শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।