সীতাকুণ্ডে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে হামলা

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৫ অক্টোবর, ২০২২ at ৯:০৬ পূর্বাহ্ণ

গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে সীতাকুণ্ডে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বিকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পূর্ব ভাটেরখীল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সীতাকুণ্ড থানায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ১২/১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন যুবলীগ নেতা সাহাবউদ্দিন। মামলা ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে পূর্ব ভাটেরখীল এলাকায় অভিযুক্ত আসামি দেলোয়ার হোসেনের জমি থেকে স্থানীয় যুবলীগ নেতা সাহাবউদ্দিনের বড় ভাই লিটনের একটি গৃহপালিত গরু ধান গাছ খেয়ে ফেলে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এলাকার লোকজনের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। কিন্তু বিবাদীরা মীমাংসার পর আবারও বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে এবং বিকালের দিকে যুবলীগ নেতার ছোট ভাই জাফর বাড়িতে যাওয়ার পথে পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত আসামিরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করে কুপিয়ে জখম করে। এ সময় জাফরের চিৎকারে তার বড় ভাইয়ের স্ত্রী সেলিনা আক্তার, ভাই লিটন এবং ছোট বোন ঝর্ণা আক্তার এগিয়ে আসলে অভিযুক্তরা তাদেরসহ কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করে। সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সদস্য মো. শাহাবউদ্দিন বলেন, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে বই ও ক্যারিয়ার বিষয়ক কর্মশালা
পরবর্তী নিবন্ধমহানগর বিএনপির শোক প্রকাশ