সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন এলাকায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় নারী ও পুরুষসহ ৯ জন আহত হয়েছেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করান।
তার মধ্যে জিতু কর্মকার ও হৃদয় কর্মকারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
শুক্রবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার এক নম্বর সৈয়দপুর ইউনিয়নের কেদারখীল গ্রামের বিল্লে বাড়ির বাসিন্দা ছোটন কর্মকারের বাড়িতে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান ঘটনাস্থলে ছুটে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন মুখোশধারী ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল জিতু কর্মকারের বাড়ি ঘেরাও করে বাড়িতে ঢুকে পরিবারের সকলের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এই সময় তাকে বাঁচাতে তার ভাই হৃদয় কর্মকার ও তার মা রত্না কর্মকার আসলে তাদের উপরও হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে দুর্বৃত্তরা। এ সময় তাদের চিৎকার ও কান্নার শব্দে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
আহত টুটুল কর্মকার বলেন, মুখোশধারী দুর্বৃত্তের একটি দল জিতুর পরিবারের উপর কেন যে হামলা চালিয়েছে সেই বিষয়ে আমি কিছুই জানি না। তবে জিতু একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকুরি করেন। তার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে জিতু। এই ঘটনায় যারা আহত হয়েছেন তারা হলেন-শিখা কর্মকার, জিতু কর্মকার, হৃদয় কর্মকার, টিটু কর্মকার, রত্না কর্মকার, টুটুল কর্মকার,মিঠু কর্মকার, ইতি কর্মকার ও তুলসী কর্মকারসহ ৯ জন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। আসলে কি কারণে এ হামলার ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছুই জানিনা আমরা। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।