সীতাকুণ্ডে দুইজনকে কুপিয়ে জখম

পূর্ব বিরোধের জের

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:২৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে পূর্ব বিরোধের জেরে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দুপুরে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকার বিএ খলিল মাস্টার বাড়ির মো. ইকবাল হোসেন (৩৯) ও মোহাম্মদ হোসেন (৩৮)

আহতদের মধ্যে ইকবালের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়ে তাঁর চাচাতো ভাই মোহাম্মদ ইউসুফ জানান, দুপুরে একদল সন্ত্রাসী বাড়িতে প্রবেশ করে ইকবালের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে তার ভাই মোহাম্মদ হোসেন এগিয়ে এলে তাঁর উপরও হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে দু’জনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ঘটনার এক পর্যায়ে বাড়ির লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা শেষে আহত হোসনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আহত ইকবালের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে জানতে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পূর্ববর্তী নিবন্ধজনগণের জানমাল রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধপাঁচলাইশ আবাসিক কল্যাণ সমিতির মানববন্ধন