সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল চালকের

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের হেল্পারও। গতকাল রোববার ভোর ৫টার দিকে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মহাসড়কের কদমরসুল বিসমিল্লাহ কম্পিউটার স্কেলের সামনে ঢাকামুখী লেনের উপর ১টি রড বোঝাই ট্রাকের সাথে ঢাকামুখী লেনে ১টি রাবিশ বোঝাই ট্রাকের পিছনে ধাক্কা লাগে। এ সময় রড বোঝাই ট্রাকের চালক মো. সেলিম ফকির (২৮) ঘটনাস্থলে নিহত হন। এ সময় মারাত্মক আহত হন তার সহকারী রারিক (২০) আহত হয়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় নিহত চালক ও আহত হেলপারকে উদ্ধার করে।

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআরসিবিসির ৮ কোটি ১০ লাখ ডলার বাজেয়াপ্ত করার আদেশ
পরবর্তী নিবন্ধবিয়ে দিতে চাওয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা