সীতাকুণ্ডে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চারটিতেই চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। গতকাল রোববার মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে উপজেলার ৪টি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দেননি। আগামী ২১ অক্টোবর যাচাই বাচাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষিত হলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন। গতকাল মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে সকাল থেকে প্রার্থীরা শোডাউন করে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দেন।
নির্বাচন কমিশনার অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নয়জনসহ মোট পনেরজন চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন। এদের মধ্যে একজন জাতীয় পার্টির ও অন্যগুলো আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র। ১নং সৈয়দপুরে আওয়ামী লীগ মনোনীত ও বর্তমান চেয়ারম্যান এ.এইচ. এম তাজুল ইসলাম নিজামী, ২নং বারৈয়াঢালায় বর্তমান চেয়ারম্যান রেহান উদ্দিন (আওয়ামী লীগ), স্বতন্ত্র হিসাবে আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু জাফর (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ও শম্ভু শর্মা (স্বতন্ত্র), ৪নং মুরাদপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এস.এম রেজাউল করিম বাহার, ৫নং বাড়বকুণ্ডে বর্তমান চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজি (আওয়ামী লীগ) ও এজেএম বেলাল আহমেদ (জাতীয় পার্টি), ৬নং বাঁশবাড়িয়ায় বর্তমান চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর (আওয়ামী লীগ), বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুল আলম চৌধুরী রাজু (স্বতন্ত্র), ৭নং কুমিরায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, ৮নং সোনাইছড়িতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মনির আহমেদ, ৯নং ভাটিয়ারীতে আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান নাজিম উদ্দিন, মোক্তার হোসেন (স্বতন্ত্র), ১০নং ছলিমপুরে বর্তমান চেয়ারম্যান মো. সালাহউদ্দিন আজিজের (আওয়ামী লীগ) সাথে বিদ্রোহী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন (স্বতন্ত্র) ও ইউপি সদস্য গোলাম গফুর (স্বতন্ত্র)।