সীতাকুণ্ডে তারাবি পড়তে বের হয়ে পরদিন মিললো যুবকের লাশ

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ৭:২৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে তারাবির নামাজ পড়তে বের হয়ে রেল লাইনের পাশে মিললো মোঃ জুয়েল হোসেন (২৭) নামে এক যুবকের লাশ।

আজ মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৯টার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় রেল লাইন থেকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

খবর পেয়ে চট্টগ্রাম রেলওয়ের এসপি মো: হাসান আতিক আহমেদ চৌধুরী, ওসি মোঃ শহীদ, সহকারী পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) এবিএম নায়হানুল বারী এবং সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুপুর ২টার সময় সীতাকুণ্ড থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করে। নিহত জুয়েল হোসেন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের শীতলপুরস্থ সৈয়দ হোসেন বাড়ির মোঃ মিয়ার ছেলে।

জুয়েল বাড়ির পাশে একটি মুদি দোকান করতো। সে গত তিনমাস আগে পারিবারিকভাবে বিবাহ করে বলে জানায় তার পরিবার।

জুয়েলের ছোট ভাই সোহেল রানা বলেন, আমার বড় ভাই সোমবার রাতে তারাবির নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে মসজিদের উদ্যেশে বের হয়ে আর ঘরে ফেরেনি। রাতে তার ফোনে বার বার কল দিলেও সে রিসিভ করেনি।

আজ মঙ্গলবার সকালে আমরা নিখোঁজ জিডি করতে থানায় যাওয়ার সময় খবর পায় বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে রেল লাইনের পাশে তার মৃতদেহ পড়ে আছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ কামাল উদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মৃতদেহের বাম পাশে গালে এবং নাকে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে। রেলের ধাক্কায় নাকি অন্যভাবে খুন তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রেল লাইন হতে লাশের স্থান ১০ ফুটের দুরত্ব হওয়ায় রেল পুলিশ লাশটি আমাদের কাছে হস্তান্তর করে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে শিক্ষার্থীর মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩
পরবর্তী নিবন্ধসিআইএমসিতে বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিলেন অধ্যাপক ডা. মনছুরুল আলম