সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকা থেকে ৩২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর সলিমপুরের বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল নোয়াখালী জেলার সুধারাম থানার ছায়াখালী বাজারের আব্দুল কাদেরের পুত্র ট্রাক চালক সবুজ উদ্দিন (২৮) ও কঙবাজার সদরের পরানিয়া পাড়ার মৃত মো. হোছনের পুত্র জহির আহম্মেদ (৫০)। র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তল্লাশি চালালে একটি ট্রাকের ভিতর থেকে ৩২ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় পাালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করে।
আটককৃতরা দীর্ঘ দিন ধরে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন মাদক পাচারের কথা স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের দাম প্রায় চার লাখ ৮৩ হাজার টাকা। গ্রেপ্তারকৃতদের সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।