সীতাকুণ্ডে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৩:২৫ অপরাহ্ণ

সীতাকুণ্ডের ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার সময় উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত যুবক উপজেলার ফৌজদারহাট জলিলের বদুর বাড়ির বাসিন্দা মতিন বাশারের ছেলে মো. মারুফ।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক আজাদীকে বলেন, “একটি ট্রাকের চাপায় মো. মারুফ নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ১০ কোটি টাকার মাদক আইস উদ্ধার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে করোনা টিকা দেয়া হচ্ছে ৬৩ হাজার শিক্ষার্থীকে