বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) ফৌজদারহাট–বাড়বকুণ্ড শিল্প অঞ্চল শাখার উদ্যেগে গতকাল শুক্রবার সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ঘোড়ামারা পাক্কা মসজিদ এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে ফৌজদারহাট–বাড়বকুন্ড এলাকার সকল শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও চাকরিতে স্থায়ীকরণের দাবি জানানো হয়। এছাড়া শ্রমিকদের ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ অভিন্ন শ্রম আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। শ্রমিকনেতা আবু তাহেরের সভাপতিত্বে ও জামাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, টিইউসির জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মছিউদ্দৌলা, কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরী, নুরুচ্ছাঁফা ভূঁইয়া, এডভোকেট জহির উদ্দিন, মাহবুবুল হক চৌধুরী, ইমরান চৌধুরী, আবু বক্কর ছিদ্দিক, আবুদর রহিম ও মো. সাকিব।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের বেতন বাড়িয়ে দিন অথবা নিত্যপণ্যের দাম কমান। বাজার দরের সঙ্গে শ্রমিকদের বেতনের কোনো সামঞ্জস্য নেই। তাই বাজার দরের সঙ্গে সংগতি রেখে দেশের সকল শ্রমিক–কর্মচারীদের বেতন কাঠামো ঠিক করা উচিত। এখনও অনেক কারখানায় শ্রমিকরা বেতন পায়নি। সেসব শ্রমিকদের পাওনা বেতন অবিলম্বে পরিশোধ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।