সীতাকুণ্ডে ঝরনা দেখতে গিয়ে পথ হারান পর্যটকরা, পুলিশের সহায়তায় উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ২:০১ অপরাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভার পন্থিছিলা এলাকায় গহীন পাহাড়ি এলাকা থেকে ১৭ পর্যটককে উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত দেড়টার দিকে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

১৭ জন পর্যটক দেশের বিভিন্ন জায়গা থেকে একসঙ্গে হয়ে ঝরনা দেখতে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় আসেন। তারা পাহাড়ে গিয়ে রাত কাটানোর সিদ্ধান্ত নেন।

এর মধ্যে চারজন ঘুরতে গিয়ে পথ হারিয়ে ফেলেন। কিন্তু পথ হারিয়ে ফেলা চারজনকে খুঁজে পায়নি তারা। তারা ৯৯৯ এ কল দিলে সীতাকুণ্ড থানাকে রাতে বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ স্থানীয়দের অবহিত করে।

পরে স্থানীয়দের সহায়তায় তাদের সবাইকে রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, পন্থিছিলা এলাকায় ঝরনা দেখতে গিয়েছিলেন পর্যটকরা। পন্থিছিলা এলাকায় গাড়ি থেকে নেমে দুই ঘণ্টা পায়ে হেটে দুর্গম ঝরঝরি ঝরনায় যেতে হয়।

সাধারণত রাতে ওই এলাকায় কেউ যায় না। দিনে ঘুরতে গেলেও আলো থাকতে আবার ফিরে আসতে হয়। পর্যটকরা পথ হারিয়ে ফেললে ৯৯৯ কল দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করি।

পূর্ববর্তী নিবন্ধউইন্ডিজ নারীদের কাছে ৪ রানে হারল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে পর্যটকের ঢল