সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন

জাহাজভাঙা শিল্পকে ‘লাল’ শ্রেণিভুক্তকরণ বাতিলের দাবি

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৭:০৮ পূর্বাহ্ণ

জাহাজভাঙা শিল্পকে ‘লাল’ শ্রেণিভুক্তকরণ বাতিল করে ফের ‘কমলা খ’ শ্রেণিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিককর্মচারী ফেডারেশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএসবিআরএ কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে শ্রমিকদের কর্মস্থান রক্ষা, পরিবেশ অধিদপ্তর কর্তৃক সৃষ্ট জটিলতা নিরসন ও শিপব্রেকিং শিল্পে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবিতে নানা ধরনের প্রতিবাদী প্লেকার্ড ও ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন জাহাজভাঙা কারখানার হাজারো শ্রমিককর্মচারী।

মোহাম্মদ আবদুর রহিম মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি শ্রমিক নেতা সফর আলী। প্রধান বক্তা ছিলেন শ্রমিক নেতা শফি বাঙ্গালী।

মানববন্ধনে বক্তারা বলেন, জাহাজ পুণ:প্রক্রিয়াজাতকরণ শিল্পকে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ এ লাল শ্রেণিভুক্তকরণ এবং জাহাজ কার্যক্রম মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর ঢাকা কর্তৃক অতিরিক্ত ছাড়পত্র গ্রহণের বাধ্যবাধকতা আরোপ, ছাড়পত্র প্রক্রিয়াকরণে দুই থেকে আড়াই মাস সময় ক্ষেপণের কারণে শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। স্ক্র্যাপ জাহাজ কাটিংও বন্ধ রয়েছে ছাড়পত্রের জন্য। বক্তারা জাহাজভাঙা শিল্পের সাথে জড়িতদের বাঁচাতে এবং এ শিল্পের অস্তিত্ব রক্ষায় লাল শ্রেণীভুক্তকরণ দ্রুত বাতিলের জোর দাবি জানান।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে শিকলবাহা ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধমো. মহিউদ্দিন মাস্টার