সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ শিশু আহত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের কুমিরা এলাকায় চলন্ত ট্রেনে নিক্ষেপ করা পাথরের আঘাতে এক শিশু (৬) আহত হয়েছে। গত মঙ্গলবার রাত আটটার দিকে চট্টগ্রামমুখী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। পাথরের আঘাতে শিশুটির সামনের চারটি দাঁত পড়ে যায়। ৫ম পৃষ্ঠার ৩য় কলাম
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রকৌশলী আনোয়ার হোসেন জানান, পাহাড়িকা এঙপ্রেসে তিনিও চট্টগ্রাম যাচ্ছিলেন। রাত আটটার দিকে তাদের ট্রেনটি অন্ধকারাচ্ছন্ন একটি স্থানে এক মিনিটের জন্য দাঁড়ায়। এর তিন-চার মিনিট পর রেললাইনের পশ্চিম পাশ থেকে একটি পাথর নিক্ষেপ করে দুষ্কৃতকারীরা। এ সময় পাথরটি তার সামনের দুই আসন আগের আসনে থাকা একটি শিশুর মুখে পড়ে। শিশুটি তার মায়ের কোলে ছিল। সৌভাগ্যক্রমে পাশের বগিতে একজন চিকিৎসক ছিলেন। শিশুটিকে তিনি প্রাথমিক চিকিৎসা দেন। পরে চট্টগ্রাম স্টেশনে পৌঁছালে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার মা। তবে শিশুটির নাম-পরিচয় জানাতে পারেননি আনোয়ার।
জানা যায়, সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের মগপুকুর এলাকায় একটি কালভার্ট নির্মাণ কাজ চলছে। সেখানে প্রতিটি ট্রেন কিছু সময়ের জন্য অপেক্ষা করে তারপর ধীরে ধীরে কালভার্টটি পার হয়।

পূর্ববর্তী নিবন্ধ‘উগ্রবাদী’ বক্তব্য শুনেই জঙ্গিবাদে রুমেল
পরবর্তী নিবন্ধহামলা চালাতেই বই মেলায় যায় রুমেল